1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
সোমবার, ১৬ মে ২০২২, ১২:১২ অপরাহ্ন

জোর পূর্বক গাছ কর্তন’র দায়ে বোয়ালখালী থানায় ভুক্তভোগীর অভিযোগ

শাপলা টিভি ডেক্স
  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৬০০ বার দেখা হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালীস্থ পশ্চিম শাকপুরার ৪নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মো: আবুল খায়ের (৬৮) এর, বসভিটার জায়গা থেকে জোর পূর্বক গাছ কর্তনের অভিযোগে গত ৮ আগষ্ট ২০২০ইং তারিখ বোয়ালখালী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী মোঃ আবুল খায়ের। অভিযোগে মো: আবুল খায়ের উল্লেখ করেন ৮ আগষ্ট ২০২০ইং তারিখ সকাল ৯ ঘটিকায় পশ্চিম শাকপুরার ৩নং ওয়ার্ডের হাবীবুল হক (৪০), পিতা- মৃত ফয়েজুল হক, মো: করিম (৩৫), পিতা- মৃত হাশমত খান গং সহ আট/দশ জন সহযোগী মিলে আমার দখলীয় তফসীলভুক্ত জায়গা মৌজা-শাকপুরা, থানা- বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, আরএস খতিয়ান নং-৩১০৩, আরএস দাগ নং-৫১৩৫ ও বিএস খতিয়ান নং-১১২০, বিএস দাগ নং-৪৯৮১ অন্দরে সম্পত্তিতে জোর পূর্বক অনাধিকার প্রবেশ করে আমার রোপনকৃত কয়েকটি গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ আইনী সহায়তা পাওয়ার জন্য ৯৯৯ এ আমি ফোন করলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন (পুলিশ) এসে বাধা দিলে উল্লেখিত সন্ত্রাসীরা গাছ ফেলে পালিয়ে যায়।

এরপর পুুলিশ তাদেরকে ডেকে এনে ব্যাপারটা সুরাহার চেষ্টা করে এবং এরকম সন্ত্রাসী কর্মকান্ড আর না করার জন্য তাদেরকে নির্দেশ প্রদান করে। তিনি আরো বলেন ২০/২৫ বছর যাবত উক্ত সম্পত্তিতি ভোগ দখলে স্থিত আছে এবং এই জায়গা নিয়ে চট্টগ্রাম পটিয়া আদালতে একটি অপর মামলা দায়ের করা আছে। যার মামলা নং-১২৭/২০০৯। তিনি এবিষয়ে ইনফোবাংলার প্রতিবদককে বলেন, চলমান প্রক্রিয়ায় আদালতে মামলাধীন থাকা শর্তেও হাবীবুল হক ও করিম গং তার বসত ভিটা থেকে জোর পূর্বক গাছ কাটা সহ তাকে বিভিন্ন সময় হুমকি ধামকি প্রদান করে। তিনি একজন নিরহ বয়স্ক লোক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওই দিন সকাল ১০ ঘটিকায় স্থানীয় বোয়ালখালী থানায় উক্ত বিষয়ে আইনী সহযোগীতা পাওয়ার আবেদন করেন। এব্যাপারে উল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট তিনি জোর দাবী জানান। এবিষয়ে বোয়ালখালী থানার ওসি আবদুল করিম এর সাথে কথা হয়।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team