ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে মোঃ সজিব (১০) নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানার পুলিশ।
২১ আগস্ট (শুক্রবার) বিকাল সাড়ে ৫ টার দিকে
৯নং ওয়ার্ডের সরকার বাড়ি থেকে নিহত সজিবের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সজিব বোরহানউদ্দিন উপজেলার ৯নং ওয়ার্ডের সরকার বাড়ির প্রাবাসী রিয়াজ সরকারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,নিহত সজিবের মা রাজিয়া বেগম পরকীয়ার সাথে লিপ্ত রয়েছে দীর্ঘদিন যাবত। রাজিয়া বেগমের পরকীয়া সাথে যুক্ত অভিযোগ প্রমাণিত হওয়ায়,একাধিকবার বিচার করেছেন স্থানীয় ব্যক্তিবর্গ। তার এসব অপকর্মের জন্য, ঐ এলাকার কিছু সচেতন নাগরিকরা প্রতিবাদ গড়ে তোলেন। তাই প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার নিজ সন্তানকে হত্যা করেন রাজিয়া বেগম এমনটাই জানান আর প্রতিবেশী এবং স্থানীয় ব্যক্তিবর্গরা। স্থানীয়রা আরো জানান, নিহত সজীবের লাশ যে অবস্থায় পাওয়া যায়,তাতে ধারণা করা যায় যে এটা পরিকল্পিত হত্যা।
তবে নিহত সজিবের মা রাজিয়া বেগম,এসব কথাবার্তাকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত অফিসার ওসি মাজারুল ইসলাম জানান,আমরা নিহত সজিবের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষ আইনানুক ব্যবস্থা নেয়া হবে।